ফাঁস হয়ে গেল আইফোন ১৬ এর নতুন ফিচার

সমগ্ৰ বিশ্বে যখন আইফোন ১৫ সিরিজের সদ্য লঞ্চ হওয়া ফোন নিয়ে বাজার কাপাচ্ছে ঠিক এর মাঝেই আইফোন ১৬ সিরিজের নতুন ফিচারের তথ্য ফাঁস হয়েছে। অ্যাপলের বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার এই তথ্য জানিয়েছে। এই ফোনে থাকবে আইফোন ১৫ এর থেকে পরিবর্তন। এতে ডিসপ্লের সাইজ পরিবর্তন এবং পাওয়ার বাটন এর নিচে নতুন একটি বাটন যুক্ত হতে যাচ্ছে এমনটাই জানা গেছে।
ফাঁস হয়ে গেল আইফোন ১৬ এর নতুন ফিচার


নতুন আইফোনে থাকছে ‘ক্যাপচার বাটন’ যার কোডনেম ‘প্রোজেক্ট নোভা’। এটি আইফোন ১৬ বিক্রির প্রধান কারণ হবে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার বাটনের একটু নিচে এটি থাকবে। বাটনটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সাধারণ মেকানিক্যাল বাটন নয়, ক্যাপাসিটিভ বাটন হিসেবে কাজ করবে। মেকানিক্যাল বাটনের মতো চাপ দিলে ক্যাপাসিটিভ বাটন সরে যায় না। ক্যাপাসিটিভ বাটনটি চাপ ও স্পর্শ টের এবং হ্যাপটিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে হ্যাপটিক প্রতিক্রিয়া (শক্তি, কম্পন বা গতি প্রয়োগ করে স্পর্শের অভিজ্ঞতা তৈরি করে) প্রদান করে।

আইফোন এসই মডেলের হোম বাটনের মত বাটনটি কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপাসিটিভ বাটনটিতে ফোর্স সেন্সর কার্যকারিতা থাকবে। ফোর্স সেন্সর প্রয়োগকৃত শক্তি শনাক্ত করে ও শক্তির মাত্রাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে।

আইফোন ১৫ প্রো তৈরির প্রথম দিকেও ‘বঙ্গ প্রজেক্টের’ আওতায় অ্যাপল ক্যাপাসিটিভ বাটন নিয়ে কাজ করে। যদিও পরে বিভিন্ন হার্ডওয়্যারজনিত সমস্যার জন্য এই প্রজেক্ট বাদ হয়ে যায়। এর ফলে অ্যাপলের ইঞ্জিনিয়াররা আইফোন ১৬ সিরিজে নতুনরূপে বাটনটি নিয়ে আসার সুযোগ পাবে।

ক্যাপচার বাটনটি আইফোন ১৬ সিরিজের সব মডেলেই থাকবে। নতুন বাটনটিসহ আইফোন ১৬ সিরিজে ক্যাপাসিটিভ অ্যাকশন বাটন থাকতে পারে। এই হ্যাপটিক অ্যাকশন বাটনটি ‘প্রজেক্ট অ্যাটলাস’ এর আওতাধীন এবং অ্যাকশন বাটনের মত একই ধরনের ডিজাইন থাকবে।

ক্যাপচার বাটন ও উন্নত অ্যাকশন বাটনের সঙ্গে আইফোন ১৬ সিরিজে নতুন ডিজাইনের ক্যামেরা বাম্প দেখা যাবে। আইফোন ১৬ এর মত উলম্ব ক্যামেরা বিন্যাস থাকতে পারে। প্রো মডেলগুলোয় স্ক্রিন সাইজ ৬ দশমিক ১ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ৬ দশমিক ৩ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৯ ইঞ্চি হতে পারে। পাশাপাশি, এই সংক্রান্ত আরও তথ্য সম্ভবত এখন আর বেরিয়ে আসবে না। কারণ যদি এই সিরিজ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই সামনে আসে, তাহলে গ্রাহকদের iPhone 15 সিরিজের উপর ফোকাস বজায় রাখতে সমস্যা হবে। যার ফলে প্রভাবিত হবে বিক্রি। এমন পরিস্থিতিতে, অনুমান করা হচ্ছে সংস্থাটি এখন শুধুমাত্র iPhone 15-এর দিকেই নজর রাখবে।

উল্লেখ্য যে, আইফোন ১৬ সিরিজ এখনো পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ডিজাইনগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই ক্যাপচার বাটন আইফোন ১৬ সিরিজে থাকবে নাকি তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Post a Comment

Previous Post Next Post