মিড বাজেটে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A25 5G

স্যামসাঙের এ সিরিজের Samsung Galaxy A25 5G ফোনটি বিগত বেশ কিছু সময় ধরে শিরোনামের শীর্ষে উঠে এসেছে। এই ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ টাইমলাইন লিকের মাধ্যমে সামনে এসেছে। এবার মনে করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। NBTC সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই পোস্টে এখনও পর্যন্ত সামনে আসা Samsung Galaxy A25 5G এর  সমস্ত তথ্য সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A25 5G এর NBTC লিস্টিং

  • NBTC সাইটে Samsung Galaxy A25 5G ফোনটি নামের সঙ্গেই লিস্টেড করা হয়েছে। নিচে এর ছবি দেওয়া হল।
মিড বাজেটে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A25 5G ফোনটি

  • সার্টিফিকেশন সাইটে এই ফোনটি SM-A256E/DSN মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • NBTC থেকে কনফার্ম জানা গেছে এই ফোনটি 5জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।
  • এছাড়া এই সাইট থেকে স্পেসিফিকেশন সম্পর্কে অন্য কোনো তথ্য জানা যায়নি।

Samsung Galaxy A25 5G এর ডিজাইন (লিক)

Samsung Galaxy A25 5G ফোনের ব্যাক প্যানেলে গ্রিডের মতো প্যাটার্ন দেখা গেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে বেজল সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনটি লাইট ব্লু, গ্রীন ও ব্ল্যাক কালারে সেল করা হতে পারে।

 Samsung Galaxy A25 5G এর লঞ্চ টাইমলাইন এবং দাম (লিক)

গ্লোবাল বাজারে এই ফোনটি আগামী 19 ডিসেম্বর লঞ্চ হবে বলে জানা গেছে। তবে ভারত ও বাংলাদেশে ফোনটি 2024 সালে আসতে পারে। সুইজারল্যান্ডে এই ফোনটি 279 সুইস ফ্রাংক দামে লঞ্চ হবে বলে লিকের মাধ্যমে জানা গিয়েছিল। বাংলাদেশিঝয় টাকার দরে এই দাম প্রায় 28,000 টাকার কাছাকাছি।

Samsung Galaxy A25 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

১. ডিসপ্লে: Samsung Galaxy A25 5G ফোনে 6.5 ইঞ্চির FHD+ সুপার এমোলেড ইনফিনিটি-U নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

২. প্রসেসর: ব্রনাদের পক্ষ থেকে এই ফোনে Exynos 1280 যোগ করা হতে পারে।

৩. স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য 6GB ও 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

৪. ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ভিডিও রেকর্ডিং ফোন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

৫. ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।

৬. ওজন এবং ডায়মেনশন: Samsung Galaxy A25 5G ফোনের ওজন 197 গ্রাম এবং ডায়মেনশন 161.0 x 76.5 x 8.3 এমএম হতে পারে।

৭. অন্যান্য: কোম্পানিটি এই ফোনে চার বছরের ওএস এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দিতে পারে। এছাড়াও এই ফোনে স্যামসাঙ নক্স সিকিউরিটি এবং স্যামসাঙ পের সুবিধা দেওয়ার সম্ভাবনা আছে।

Post a Comment

Previous Post Next Post