স্মার্টফোন কেন গরম হয়? স্মার্টফোন গরম হলে কি কি করনীয়?

বর্তমান সময়ে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। এই ফোন দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা, ভিডিও দেখা, ডাউনলোড করা থেকে শুরু করে অনেক কাজ করে থাকি। এতে প্রায় দেখা যায় মোবাইল ব্যবহার করার সময় আমাদের গুরুত্বপূর্ণ এই সেটটি অত্যাধিক মাত্রায় গরম হয়ে যায় । যেটি মোবাইল ফোনটিকে দ্রুত নষ্ট করে ফেলতে পারে এবং ব্যবহারে নানান সমস্যা তৈরি করে। 
স্মার্টফোন কেন গরম হয়? স্মার্টফোন গরম হলে কি কি করনীয়?
আসল কথা হলো, প্রত্যেক স্মার্টফোন কিছু পরিমানে গরম হবেই।  মোবাইল গরম হবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু যতটুকু গরম হওয়ার কথা তার চেয়ে যখন বেশি গরম হয় তখন সেটা অস্বাভাবিক হয়ে থাকে অর্থাৎ আপনি সেটা ধরতেও ভয় করেন বা ধরলে অধিক বেশি গরম অনুভব করেন। স্বাভাবিক গরমের চেয়ে যখন অস্বাভাবিক গরম হয় তখন এই ফোনে সমস্যা আছে মনে করতে হবে।

অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। তবে আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ডবাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনার ফোনে সমস্যা আছে।

তবে এ নিয়ে অধিক চিন্তিত হবার কিছু নেই। কারণ সঠিকভাবে প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা মেনে চললে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী?

মোবাইল কেন গরম হয়ে যায় 

মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়ে থাকে কেউ বলেন মোবাইলের ফাংশনাল ত্রুটি এর মূল কারণ, কেউ মনে করেন ব্যাটারি নষ্ট হওয়ার কারণে এমনটা হয়ে থাকে আবার কেউ কেউ বলেন অতিরিক্ত গেম খেলার কারণে গরম হয়ে, অনেকে বলেন ব্যাটারি গরম হওয়ার কারণে মোবাইলটা গরম হয়ে যায়। তবে ব্যাটারি গরম হওয়ার তথ্যটা সম্পূর্ণ ভুল। ব্যাটারি গরম তখনই হবে যদি ব্যাটারিতে কোন ত্রুটি থাকে। তবে এদের কোনটি একমাত্র কারণ হতে পারে না। কিন্তু এগুলোও এড়িয়ে যাওয়া যাবে না ফোন গরম হওয়ার বিযয়ে। 

এগুলোর পাশাপাশি আরো কিছু কারণ যেগুলো স্পার্টফোন গরম হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রসেসর
স্মার্টফোন গরম হওয়ার একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস, যা সবসময় কাজ করে। আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন। এই প্রসেসরের ভেতরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন। যেগুলো প্রসেসর এর কাজের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে থাকে ফলে মোবাইল দিয়ে যদি দীর্ঘ সময় ইন্টারনেট ব্রাউজ করা গেম খেলা ডাউনলোড করা হয় তাহলে ইলেকট্রন গুলো অধিক তাপ উৎপন্ন করে এবং প্রসেসর সমেত পুরো মোবাইল গরম হয়ে যায়। যেহেতু প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে, ফলে তাপ অনুভব হয়।

দুর্বল নেটওয়ার্ক
ফোন গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগন্যাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, ফলে স্মার্টফোন অত্যধিক গরম হয়।

স্টাইলিশ ফোন কভার
স্টাইলিশ ফোন কভার একটি অন্যতম সমস্যা
ফোনের ব্যাটারি এবং প্রসেসর শুধুমাত্র চার্জ করার সময়ই নয়, অন্যান্য কাজে ব্যবহার করার সময়ও ফোনে তাপ উৎপন্ন হয়। অনেকে এমন সব স্টাইলিশ মোবাইল কভার রাখেন, যা ফোনের সম্পূর্ণ আটকে যায়। এই ধরনের মোবাইল কভারে তাপটা ভিতরে আটকে যায় এবং বের হতে পারে না। আপনিও যদি এই ধরনের কভার ব্যবহার করেন, তাহলে কভারটি খুলে ফেলুন এবং ফোন ফোন চার্জে বসানোর সময় কভার খুলে ফোনে হাওয়া লাগতে দিন।

ডিসপ্লেতে অটো ব্রাইটনেস না চালু করা 
আজকাল মোবাইল ফোন শুধুমাত্র বড় স্ক্রীনের সাথেই আসে না বরং উচ্চ রিফ্রেশ রেট, নিটস ব্রাইটনেস এবং কনট্রাস্ট রেশিও সহ ডিসপ্লেতেও পাওয়া যায়। অবশ্যই, এমন স্ক্রিনের জন্য ফোনটি দুর্দান্ত লাগলেও কখনও কখনও আকর্ষণীয় আউটপুট যুক্ত মোবাইল স্ক্রিনও ফোনের Heating সমস্যার অন্যতম কারণ হয়ে ওঠে। ডিসপ্লের ব্রাইটনেস ফুল রাখলেও ফোন গরম হতে পারে। ফোনে অটো-ব্রাইটনেস ফিচার চালু রাখাটা দরকার।

নকল চার্জার এবং USB ব্যবহার এর কারনে 
স্মার্টফোনের সাথে পাওয়া চার্জার এবং USB ভেঙে যাওয়ার পরে বা নষ্ট হয়ে যাওয়ার পরে, বেশিরভাগই বাজার থেকে তাদের ফোনের উপযোগী একটা চার্জার কিনে ফোন চার্জ করে। সেটি আসল নাকি নকল যাচাই করে। নকল চার্জার এবং USB এর কারনে ব্যাটারি গরম হয়ে যায় এবং ব্যাটারি বিস্ফোরণের সম্ভাবনা থাকে।

ফোন চার্জের সঠিক নিয়ম না মানা
স্মার্টফোন কখনই পুরোপুরি চার্জ করবেন না। 100 শতাংশ পর্যন্ত মোবাইল চার্জ করার অভ্যাস ত্যাগ করুন এবং যখনই ফোনটি চার্জে রাখা অবস্থায় 90 শতাংশের কাছাকাছি থাকবে তখনই ফোন চার্জ করা বন্ধ করুন। একইভাবে, ফোনের ব্যাটারি 20 শতাংশের নিচে নামতে দেবেন না। যদি সম্ভব হয়, প্রায় 20 শতাংশ শেষ হওয়ার সাথে সাথে ফোনটি চার্জে দিন। খুব বেশি এবং খুব কম পাওয়ার ব্যাটারির স্বাস্থ্যকেও প্রভাবিত করে এবং তারপরে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

দির্ঘসময় ফোন চার্জ দেওয়া
স্মার্টফোন কেন গরম হয়? স্মার্টফোন গরম হলে কি কি করনীয়?
এটি অনেক মোবাইল ইউজারদের অভ্যাস যে তারা রাতে ঘুমানোর সময় ফোন চার্জে বসিয়ে দেয় এবং যখনই তারা ঘুম থেকে ওঠে, তখন চার্জ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় ফোন সারারাত চার্জে থাকে এবং ব্যাটারি সম্পূর্ণ চার্জ হওয়ার পরেও চার্জিং চালু থাকে। সারারাত চার্জ দেয়ার ফলে দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়।

একাধিক অ্যাপ অন রাখা 
মোবাইলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো কখনোই উচিত নয়। তার ফলে মোবাইলে সিপিও গরম হয়ে যেতে পারে।

মোবাইল গরম হলে করণীয় কি কি?

  • যারা গেম খেলেন তাদের ক্ষেত্রে মোবাইল অনেক পরিমাণে গরম হয়। এইজন্য মোবাইলকে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া। ঠান্ডা হয়ে গেলে আবার পুনরায় শুরু করা।
  • মোবাইল গরম থাকা অবস্থায় মোবাইল চার্জের আগে মোবাইলের ব্যাক কভার খুলে ফোন চার্জে দেওয়া। এমতাবস্তায় ফোন চার্জে দিলে মোবাইলের গরম ভেতরে আটকে গিয়ে ভিতরের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।
  • দীর্ঘক্ষণ মোবাইলে ওয়াইফাই বা ব্লুটুথ কানেকশন দিয়ে রাখা, ইন্টারনেট ব্রাউজ করা, গেম খেলা, ডাউনলোড করা ইত্যাদি কারণে ফোন গরম হয়ে যায়। ফোন গরম হয়ে গেলে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া বা ব্যবহার না করা।
  • একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু না রাখা সেই সাথে মোবাইলে রেম এবং কেচি ক্লিয়ার ক্লিন এন্ড ক্লিয়ার

মোবাইল ফোন সবসময় গরম হয়ে গেলে তা প্রসেসরকে ক্ষতিগ্রস্ত করে। যার ফলে প্রসেসর তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং মোবাইলের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়। এমনকি স্থায়ীভাবেও কার্যকর হয়ে পড়ে। তাই মোবাইল যাতে গরম না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অতঃপর উপরের বিষয়গুলো মেনে চলুন।

Post a Comment

Previous Post Next Post