রিয়েলমি সি৬৭ এলো অসাধারণ ডিজাইন সাথে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

দেশের বাজারে চলে এলো রিয়েলমির নতুন ফোন, রিয়েলমি সি৬৭। রিয়েলমির সি সিরিজের এই নতুন ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার মত আকর্ষণীয় সব ফিচার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সম্প্রীতি মুক্তি পাওয়া রিয়েলমি সি৬৭ এর ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত।
রিয়েলমি সি৬৭ এলো অসাধারণ ডিজাইন সাথে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
কি কি থাকছে রিয়েলমি সি৬৭ ফোনটিতে?
প্রথমেই বলে রাখা ভালো রিয়েলমি সি৬৭ ফোনটির কিন্তু একটি ৫জি ভ্যারিয়ান্টও রয়েছে। তবে দেশের বাজারে এসেছে ফোনটির ৪জি ভ্যারিয়ন্টটি। রিয়েলমির সি সিরিজের অন্যান্য ডিভাইসের চেয়ে এই ফোনটি বেশ ভিন্ন ফিচারের।

রিয়েলমি সি৬৭ এর মূল আকর্ষণ হলো এর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ২.৮ গিগাহার্জ ক্লকস্পিড এর এই প্রসেসর এই দামের অন্যান্য মিডিয়াটেক প্রসেসরের ফোনের চেয়ে এগিয়ে থাকবে। ৮ জিবি র‍্যাম এর সাথে আরো ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট ব্যবহার করে।

রিয়েলমি সি৬৭ ফোনটিতে ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই দামের অন্যসব ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচার থাকলেও এই ফোনটিতে এই ফিচার থাকছেনা, বরং এখানে ৯০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। রিয়েলমি সি৬৭ ফোনটিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে যাতে আবার ৩এক্স জুম ফিচার রয়েছে। এছাড়া আরেকটি ২ মেগাপিক্সেল হেল্পিং সেন্সর রয়েছে ফোনটির ব্যাকে। ফোনের ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সর্বোচ্চ ১০৮০পি রেজ্যুলেশন ভিডিও করা যাবে ফোনটি দ্বারা।

বলে রাখা ভালো পোরট্রেইট, নাইট মুড, ইত্যাদি ক্যামেরা ফিচারের পাশাপাশি এখানে ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন অর্থাৎ EIS সাপোর্টও রয়েছে যা অসাধারণ একটি সংযোজন।

রিয়েলমি সি৬৭ ফোনটিতে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে, সাথে পেয়ে যাবেন ৩৩ ওয়াট সুপারভুক চার্জার। যা এই চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে এক ঘন্টার মত সময় লাগবে। এছাড়া ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

এক নজরে সংক্ষেপে ফোনটির স্পিসিফিকেশন
Display: 6.72" | IPS LCD | 90Hz

Chipset: Qualcomm Snapdragon 685

Memory: 8GB + 128GB ROM | UFS 2.2 |

Software: Android 13 |

Rear camera: 108+2 MP 

Front camera:  8MP

Battery: 5000 mAh |  33W  |

রিয়েলমি সি৬৭ এর দাম কত?
ইউরোপের বাজারে রিয়েলমি সি৬৭ এর দাম ধরা হয়েছিলো প্রায় ১৬০ ইউরো। জানি চলুন বাংলাদেশে রিয়েলমি সি৬৭ ফোনটির দাম কত পড়ছে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর রিয়েলমি সি৬৭ ভ্যারিয়ান্ট এর দাম ২২,৯৯৯ টাকা। এই ফোনটি বাংলাদেশের শুধুমাত্র অফিসিয়ালই পাওয়া যায়। সানি ওয়াসিস ও ব্ল্যাক রক – এই দুইটি কালারে ফোনটি পাওয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post