২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৪

বাংলাদেশের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইলের জন্য বাজেট সাধারণত ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে অসাধারণ কিছু ফোন অফার করছে শাওমি ও রিয়েলমির মত চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো। চলুন জেনে নেয়া যাক, এই বাজেটের মধ্যে সেরা ৫টি স্মার্টফোন সম্পর্কে যেগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে।

১/ রিয়েলমি ১০ - Realme 10

2022 সালের শেষের দিকে বাজারে আসা রিয়েলমির এই ফোনটি এখনও অন্যতম সেরা হয়ে আছে ২০ হাজার টাকা বাজেটে মধ্যে। এই দামের মধ্যেই রিয়েলমি বেশ কিছু ভালো ফিচার দিচ্ছে। ফোনের সামনে পেয়ে যাবেন একটি উজ্জ্বল ৬.৪ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটও রয়েছে ডিসপ্লেতে। পারফর্মেন্সের মাধ্যমে দিক থেকেও সেরা কনফিগারেশন দিচ্ছে রিয়েলমি। ফোনের ভেতরে পাবেন MediaTek Helio G99 চিপ। মিড বাজেটের চিপ হিসেবে এটি যথেষ্ট শক্তিশালী এবং দৈনন্দিন কাজ বা টুকটাক গেমিং করা যায় সহজেই। সেই সাথে পেয়ে যাবেন ৬ & ৮ জিবি র‍্যাম।
২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৪
সব মিলিয়ে খুব স্মুথ একটি অভিজ্ঞতা হবে আপনার। ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সামনে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী ঠিকঠাক ছবি তোলা যায় এই ফোন দিয়ে। ফোনের অন্যতম আকর্ষণীয় দিক এর চার্জ সিস্টেম ও ব্যাকাপ। ৫০০০ মিলিএম্পের ব্যাটারির সাথে আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। অর্থাৎ অনেকক্ষণ ব্যাকাপ ও সেই সাথে দ্রুত চার্জ করা যায় ফোনটি। ফোনটির ডিজাইন ও লুকও বেশ সুন্দর। মূলত এই ফোনটি সিলেকশন এর প্রধান কারণ হলো এর রেম ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং এবং ক্লিন ইউ আই। 

রিয়েলমি ১০ এর দামঃ ১৯-২০০০০ টাকা

২/ ইনফিনিক্স নোট ৩০ - Infinix Note 30

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৪

আরও উন্নত ক্যামেরা ও প্রসেসরের পরিবর্তন নিয়ে এই ফোনটি বাজারে এনেছে Infinix যা খুব সহজেই ক্রেতাদের মন জয় করতে পেরেছে। ফোনটিতে আগের মডেলের মতোই ৬.৭৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট। তবে প্রসেসর হিসেবে এখানে আছে মিডিয়াটেকের হেলিও জি৯৯ চিপ। যারা প্রসেসরের ক্ষেত্রে মিডিয়াটেক পছন্দ করেন তারা এই মডেলটি দেখতে পারেন। তবে এটি সমানভাবে শক্তিশালী এবং সকল দৈনন্দিন কাজ ও গেমিং খুব সহজে সামলাতে সক্ষম। সেই সাথে পাবেন ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ক্যামেরা সেকশনে এসেছে উন্নতি। মূল লেন্স হিসেবে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি সেন্সর, আছে ২ মেগাপিক্সেলের একটি মনো সেন্সরও। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরা পারফর্মেন্স বাজেট অনুযায়ী বেশ উপরের দিকেই থাকবে। এছাড়া ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জের সুবিধা ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যা দিয়ে ফোনটি খুব দ্রুতই চার্জ করা যায়।

Infinix Note 30 এর দামঃ ২০,৯৯০ টাকা।

৩/ রেডমি ১২ - redmi 12

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৪
এই ফোনটি কিছুটা পুরনো হলেও ২০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি ফোন হিসেবে এটি পরিচিত। এছাড়া পারফর্মেন্সের দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। সামনে থাকছে ৬.৭৯ ইঞ্চির বড় একটি উজ্জ্বল এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট হিসেবে রয়েছে ৯০ হার্জ। তবে ফোনের সাথে পাবেন মিডিয়াটেকের হেলিও জি৮৫ এর পারফর্মেন্স। গেমিং ও দৈনন্দিন কাজে এই চিপ বেশ ভালো পারফর্ম করে। এছাড়া এই বাজেটেই পেয়ে যাচ্ছেন ৬ জিবি র‍্যাম।

ফোনের সবথেকে আকর্ষণীয় দিক এর উভয় দিকের ক্যামেরা। সামনের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি এই বাজেটের অন্যতম সেরা সেলফি ক্যামেরা। খুবই শার্প ও সুন্দর ছবি তুলতে পারে এই ক্যামেরা। এছাড়া পিছনে থাকছে ৩ টি ক্যামেরা। মূল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি অসাধারণ সব ছবি তুলতে পারে। নাইট মোডেও এই ক্যামেরা বেশ ভালো পারফর্ম করে। কাজেই এই দামের মধ্যে যারা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি সেরা পছন্দ হতে পারে। এছাড়া ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও পাওয়া যাবে।

রেডমি ১২ এর দামঃ ১৮,৯৯০ টাকা

৪/ টেকনো স্পার্ক ১০ প্রো – Tecno Spark 10 Pro

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৪
অসাধারণ সুন্দর ডিজাইনের এই ফোনটি এ বছর নতুন বাজারে এসেছে বেশ কিছু ভালো ফিচার নিয়ে। ফোনটি পারফর্মেন্স, ক্যামেরা, ব্যাটারি সব দিক থেকেই খুব ভালো স্পেক দিচ্ছে এই বাজেটে। ৬.৮ ইঞ্চি ৯০ হার্টজ বড় ডিসপ্লের ফোন এটি। ফলে কন্টেন্ট ওয়াচিংয়ে পাবেন ভালো অভিজ্ঞতা। ফোনকে পাওয়ার দিতে আছে মিডিয়াটেকের হেলিও জি৮৮ গেমিং প্রসেসর। বাজেটের মধ্যে যারা গেমিং করতে চান তাদের জন্য সেরা প্রসেসর এটি। এছাড়া দৈনন্দিন কাজেও খুব ভালো পারফর্ম করে এটি। ৪ জিবি ও ৮ জিবি দুটি র‍্যাম ভ্যারিয়েন্টেই ফোনটি পাওয়া যায়। সফটওয়্যারের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত র‍্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। ফোনের পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের ডাবল ক্যামেরা। মূল ক্যামেরা থেকে খুবই ভালো ছবি তোলা যায় বাজেট অনুযায়ী। সামনের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিও এই বাজেটের অন্যতম সেরা সেলফি ক্যামেরা। এছাড়া ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি রয়েছে, থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও। এছাড়া এনএফসি, এফএম রেডিও, মাইক্রো এসডি ইত্যাদি অনেক বাড়তি ফিচারও পেয়ে যাবেন।

টেকনো স্পার্ক ১০ প্রো এর দামঃ ১৫,৬৯০ টাকা ( ৪ জিবি+১২৮ জিবি ) এবং ১৭,৯৯০ টাকা ( ৮ জিবি+১২৮ জিবি )

৫/ ভিভো Y17s – Vivo Y17s

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৪
২০২৩ সালের শেষের দিকে বাজারে আসা ভিভো নতুন বাজেট ফোন এটি। এই ফোনে ভিভো ক্যামেরার দিকে বাড়তি দৃষ্টি দিয়েছে। তবে পিছিয়ে নেই পারফর্মেন্সের দিক থেকেও। ফোনের সামনে আছে ৬.৫৬ ইঞ্চির একটি ৬০ হার্টজ এলসিডি ডিসপ্লে যা ৭০০ নিটস পর্যন্ত উজ্জ্বল হতে পারে। ফোনের পারফর্মেন্স দিতে আছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপ। এটি বাজেটের মধ্যে বেশ শক্তিশালী একটি চিপ যেখানে গেমিং ও দৈনন্দিন সকল কাজ ভালোভাবেই করা যায়। এই বাজেটের মধ্যে আপনি ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের ফোনটি পেয়ে যাবেন। ফলে খুব ফাস্ট ও স্মুথ পারফর্মেন্স পাবেন এই ফোন থেকে। ফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ৫০ মেগাপিক্সেলের এই মূল ক্যামেরাটি এই বাজেটের অন্যতম সেরা একটি ক্যামেরা। ফলে দিনের আলোতে বা রাতে বেশ ভালো ছবি তোলা যায়। সামনে আছে চলনসই ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনের ৫০০০ মিলিএম্প ব্যাটারি সহজেই সারাদিন ব্যাকাপ দিতে পারে। এছাড়া আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। সব মিলিয়ে এই বাজেটের অন্যতম সেরা ফোন বলা যায় এই ফোনটিকে।

Vivo Y17s এর দামঃ ১৫,৯৯৯ টাকা ( ৬ জিবি+১২৮ জিবি )

Post a Comment

Previous Post Next Post